
কমলদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১
September 8, 2021নিজস্ব প্রতিবেদক::
মিরসরাইয়ে উপজেলার ডাকঘর কমলদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন।
বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর (কমলদহ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে চালকের নাম আতিয়ার বিশ্বাস (৫০)। তিনি মাগুরা জেলার শালিকা থানার সীমাখানি গ্রামের মৃত সোবহান বিশ্বাসের ছেলে। তার সহযোগী (হেলপার) ফরিদুল ইসলাম (২৬)। তিনি নীলফামারী জেলার ডিমলা থানার ঘড়ি বাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আহত পথচারী মো. রায়হান (১৭) মিরসরাই উপজেলার ডাকঘর (কমলদহ) এলাকার হাজী সাইফুল হকের ছেলে।
জানা গেছে, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান ডাকঘর (কমলদহ) মহাসড়কের পাশে দাড়িয়ে থাকলে আরেকটি কাভার্ডভ্যান পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে সামনের কাভার্ডভ্যানটি উল্টে যায়। পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ ধুমড়ে-মুছড়ে ঘনাস্থলেই চালক ও সহকারী নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির ফারুক জানান, আইনি প্রত্রিুয়ার পর মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

http://buypropeciaon.com/ – Propecia
generic viagra online us pharmacy
http://buystromectolon.com/ – Stromectol
How to make money online – earnings with investment https://sites.google.com/view/site-for-investing-in-bitcoin/how-to-make-money-online-earnings-with-investment
דירות דיסקרטיות במרכז